অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ‘আনন্দধারা’ দ্বারা পরিচালিত দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহা এলাকায় দুর্গাপুর হাট প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো তৃতীয় ‘সৃষ্টিশ্রী মেলা’। আগামী ৮ ই জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।
এক সাংবাদিক বৈঠকে মেলার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, ‘আড্ডা’র চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা। এবারের মেলায় ১৩টি জেলার প্রায় দেড়শ টি স্বনির্ভর গোষ্ঠী তাদের তৈরি নানান সামগ্রী ও ভিন্ন স্বাদের খাবার নিয়ে হাজির হয়েছেন। প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর জন্য পৃথক স্টল তৈরি করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি কেনাবেচার সুযোগ থাকছে। মেলায় আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন সন্ধ্যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। বাংলা নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রচারের পাশাপাশি গ্রামীণ শিল্পের বিকাশ ঘটানো ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়।


















