নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অজয়ের উপর অস্থায়ী সেতু তৈরির দাবিতে মঙ্গলবারই প্রতিবাদে সরব হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেই বিক্ষোভে সামিল হয়েছিল সাধারণ মানুষও। বুধবার সকাল হতেই অন্য ছবি। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে শুরু হয়ে গেল অস্থায়ী সেতুর কাজ। জেসিবি মেশিন দিয়ে তৈরি হচ্ছে সেতু।
প্রসঙ্গত বীরভূমের কেন্দুলির জয়দেব মেলার খ্যাতি জগৎজোড়া। প্রতিবছর মকর সক্রান্তি উপলক্ষ্যে মেলা বসে এখানে। যেখানে বাউল সাধকদের গান, নাচ এবং লোকশিল্পের এক অসাধারণ প্রদর্শনী হয়। এক কথায় বলতে গেলে এই মেলা সংস্কৃতির এক বিশাল মিলনক্ষেত্রে পরিণত হয়।
পশ্চিম বর্ধমান ও বীরভূমের মধ্যে দিয়ে বয়ে গেছে অজয় নদ। নদের একদিকে বীরভূমের কেন্দুলি অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম। প্রতিবছর বিদবিহারে পশ্চিম বর্ধমান থেকে জয়দেবে যাওয়ার জন্য অজয়ের উপর তৈরি করা হয় অস্থায়ী সেতু। কিন্তু এবছর ওই সেতু নির্মাণের অনুমতি না দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেতু না হলে বিদবিহারের মানুষের রুজি রুটিতেও টান পড়বে বলে অভিযোগ ওঠে। এছাড়াও বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। মঙ্গলবার ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। অবরোধ তুলতে গেলে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়।
বুধবার সকালেই বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,”মানুষের মধ্যে ক্ষোভ ছিল প্রতিবাদ হয়েছিল। কিন্তু কথা রেখেছে আমাদের প্রশাসন। মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিধায়ক নেপাল ঘড়ুই এই সেতু তৈরির উদ্যোগ নেন ও শীঘ্র কাজ শুরু করেন। ওনাদের কৃতজ্ঞ জানাই।”
অন্যদিকে এলাকার বাসিন্দারা জানান, অস্থায়ী সেতুর দাবি জানানো হয়েছিল, সেতু তৈরি হওয়ায় তাঁরা খুশি।


















