নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আশা কর্মীরা। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বুধবার ৯দিনে পড়ল তাঁদের কর্মবিরতি।
সারা রাজ্যের পাশাপাশি এদিন দুর্গাপুরের পুরনিগমের অস্থায়ী স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীরাও পথে নেমে প্রতিবাদে সরব হন। সিটিসেন্টারে মহকুমা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে শুয়ে পড়েন তাঁরা। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। দ্রুত বেতন বৃদ্ধি করা না হলে কর্মবিরতে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
একনজরে দেখে নেওয়া যাক আশাকর্মীদের দাবিদাওয়াগুলি।
আশা কর্মীদের অন্যতম দাবি, মাসিক ভাতা বৃদ্ধি। বর্তমানে আশা কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার ২৫০ টাকা। বিপুল কাজের চাপ থাকলেও ভাতা বাড়ানো হচ্ছে না দীর্ঘদিন। অবিলম্বে মাসিক ভাতা বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে বলে দাবি তাঁদের। এর পাশাপাশি একটি উৎসাহ ভাতা মেলে আশা কর্মীদের। অভিযোগ, সেটাও বর্তমানে নিয়মিত দেওয়া হচ্ছে না। কোথাও চার মাস, কোথাও পাঁচ মাস এই ভাতা বন্ধ রয়েছে। সেই বকেয়া ভাতা মেটাতে হবে শীঘ্র। এ ছাড়া আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, কোনও আশা কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে।
এছাড়াও সম্প্রতি আশা কর্মীদের জন্য মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তা নিয়েও সমস্যায় পড়েছেন আশা কর্মীরা। তাঁদের দাবি, মোবাইল কেনার জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া হলেও তার উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন প্রতি মাসে মোবাইল রিচার্জ নিজেদের টাকায় করতে হবে, যা মানতে নারাজ আশা কর্মীরা। মোবাইল নিয়ে আরোপিত শর্ত তুলে নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।


















