সঙ্গীতা চৌধুরীঃ- একবার এক ভক্ত প্রশ্ন করে ছিলেন,“জপ কি সংখ্যা রেখে করা উচিত? না গুনে শুধু জপ করতে পারি?”
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন, “আপনার দীক্ষা হয়ে থাকলে গুরুদেব যেভাবে বলেছেন, সেভাবেই করবেন। আর দীক্ষা না হলে যেভাবে ভাল লাগে সেভাবেই জপ করুন। সংখ্যা রেখে জপ করলে নবীন সাধকদের সুবিধা হতে পারে। কারণ এতে মন দুটি বিষয়ে ব্যস্ত থাকে, জপ করা ও সংখ্যা রাখা। আর সংখ্যা না রেখে শুধু মনে-মনে জপ করলে মনে অন্য চিন্তা আসতে পারে। আপনি এক কাজ করতে পারেন। প্রথমে কিছুক্ষণ সংখ্যা রেখে জপ করে মন কিছুটা শান্ত হলে তারপর ওটা বন্ধ করে শুধু জপ করতে পারেন। দীক্ষা না হয়ে থাকলে ঈশ্বরের যে-কোন নাম কিংবা ওঁ মন্ত্র জপ করতে পারেন।”


















