eaibanglai
Homeএই বাংলায়বছর শেষে জাতীয় সড়কে দুর্ঘটনায় জোড়া মৃত্যু

বছর শেষে জাতীয় সড়কে দুর্ঘটনায় জোড়া মৃত্যু

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বছর শেষে বাঁকুড়া–রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জোড়া মৃত্যু। দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত ভৈরবপুর এলাকায়। দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ দেখান স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালক সোমনাথ নন্দী (২৪), তিনি গঙ্গাজলঘাটির মালকোঁড়া গ্রামের বাসিন্দা। অপরজন পথচারী কুড়ান ঘোষ (৫৫), বাড়ি গঙ্গাজলঘাটির ঘোড়ামারা গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বোলেরো গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে বাঁকুড়া দিক থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। ভৈরবপুর এলাকায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রথমে একটি টোটোয় ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই গাড়ি ফেলে রেখে চম্পট দেয় গাড়ির চালক।অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর জখম দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় অমরকানন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিজন ও এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং চালকের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে অমরকানন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের তৎপরতায় পথ অবরোধ উঠে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments