eaibanglai
Homeএই বাংলায়একাধিক সামাজিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

একাধিক সামাজিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ তৃণমূল কংগ্রেসের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। কলকাতার তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। এছাড়াও রাজ্যজুড়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন দলের নেতা কর্মী সমর্থকরা।

দুর্গাপুরে সিটি সেন্টারে দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এছাড়াও আয়োজন করা হয়েছিল একাধিক সামাজিক কর্মসূচি। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,”আমরা সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকি। প্রতিষ্ঠা দিবসের দিনেও নানান কর্মসূচি নিয়েছি। ব্লকের বিভিন্ন প্রান্তে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। এলাকার গুণী জনদের সংবর্ধনা দেওয়া হয়। আমরা এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। বাংলার মানুষ পথ দেখছে।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ দলের কর্মী সমর্থকরা।

তৃণমূল কর্মীদের কাছে এই দিনটি একটি আবেগঘন দিন। দলের নেতাকর্মীদের একাংশের মতে, এই দিন শুধু একটি দলের জন্মদিন নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের সূচনার প্রতীক। প্রসঙ্গত ১৯৯৮ সালের এই দিনে কংগ্রেস ছেড়ে নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনবার বিধানসভা নির্বাচনে জয় পেয়ে রাজ্যের শাসনভার সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। বর্তমানে সময়ে এই দল পশ্চিমবঙ্গের শাসক দলের পাশাপাশি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments