eaibanglai
Homeএই বাংলায়স্ত্রী,পুত্র সহ ডি.এস.পি কর্মীর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু

স্ত্রী,পুত্র সহ ডি.এস.পি কর্মীর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ইংরাজী বছরের প্রথম দিনেই পৃথক দুটি ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের। পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাস ট্যাঙ্কারের পিছনে চারচাকা গাড়ির ধাক্কার ফলে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলের। আহত হয়েছেন গাড়ির চালক। মৃতদের নাম শেখ মোহাম্মদ মোরশেদ (৫৫), তাঁর স্ত্রী রেজিনা খাতুন(৫১) এবং তাঁদের ছেলে শেখ সানোয়াজ (২৭)।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা। ১৯ নং জাতীয় সড়কের পূর্ব বর্ধমান জেলার জোতরাম এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে শক্তিগড় থানার পুলিশ আহতদের উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সেখ মহম্মদ মোরশেদ স্ত্রী রেজিনা খাতুনকে সঙ্গে নিয়ে ছেলে সেখ শাহনওয়াজকে কলকাতায় ফ্লাইট ধরার জন্য পৌঁছে দিতে যাচ্ছিলেন। কলকাতা অভিমুখী গ্যাস ট্যাঙ্কারের পিছনে দুর্গাপুর থেকে কলকাতাগামী চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে চারচাকা গাড়িতে থাকা চালকসহ ৪ জন গুরুতরভাবে জখম হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক সাহেব মুন্সী চিকিৎসাধীন। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments