eaibanglai
Homeএই বাংলায়আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন উৎসবের মধ্যে দিয়ে বর্ষবরণ

আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন উৎসবের মধ্যে দিয়ে বর্ষবরণ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আদিবাসী নাচে গানে বছরের প্রথম দিনটি মেতে উঠল বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলিবনা গ্রাম। শময়িতা মঠের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই বিশেষ উৎসব ‘খেরওয়াল তুকৌ’ অর্থাৎ আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন উৎসব। প্রতিবছরই নতুন বছরকে স্বাগত জানাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদিবাসী নৃত্য, বাউল গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় বর্ষবরণ উৎসব। পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে এই উৎসব আদিবাসী সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন হয়ে ওঠে।

শময়িতা মঠ কর্তৃপক্ষের দাবি, এবছর উৎসবে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন এই উৎসবে যোগ দিতে। এই উৎসব শুধু ঐতিহ্য, সংস্কৃতিই নয় সম্প্রীতিরও বার্তা বহন করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments