নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে আবাসনের সিঁড়ির নিচে রাখা স্কুটিতে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনায় ছাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
জানা গেছে হাউজিংয়ের আর-টু ব্লকের ২৭৯ নম্বর কোয়ার্টারের বাসিন্দা রানা ঘোষ, তাঁর স্কুটিটি আবাসনের সিঁড়ির নিচে রাখেন। রাতে আবাসনের মূল ফটক বন্ধ থাকে। শুক্রবার ভোর রাতে রানা ঘোষের প্রতিবেশী একতলা কোয়ার্টারের বাসিন্দা তপনবাবু কিছু আওয়াজ শুনতে পান। সেই আওয়াজ শুনে দরজা খুলে বেরিয়ে দেখেন সিঁড়ির নিচে থাকা রানাবাবুর স্কুটিটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর চিৎকারে আশেপাশের সকলে ছুটে যান ও আগুন নেভানোর ব্যবস্থা করেন। যদিও ততক্ষণে স্কুটিটি প্রায় ভষ্মীভূত হয়ে গেছে।
এদিন সকালে দেখা যায় আবাসনের মূল ফটকের মধ্যে বাইরে থেকে একটি লম্বা লাঠি ঢোকানে এবং লাঠির মাথায় রকেট লাগানো। এছাড়াও ঘটনাস্থলে পড়ে রয়েছে খাবারের প্লেট, গ্লাস ইত্যাদি।
রানাবাবু ও এলাকার বাসিন্দাদের অনুমান ওই লাঠি ঢুকিয়ে স্কুটিতে আগুন লাগানো হয়েছে। এমনকি দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ সময় ধরে যে ওই দুষ্কর্ম করেছে, ঘটনাস্থলে পড়ে থাকা খাবারের প্লেট গ্লাস থেকে তা সহজেই অনুমেয় বলে মনে করছেন তাঁরা।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিধাননগর পুলিশ ফাঁড়ির পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















