eaibanglai
Homeএই বাংলায়লক্ষাধিক টাকার গয়না সহ নগদ চুরি দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মীর, গ্রেফতার ওই কর্মী...

লক্ষাধিক টাকার গয়না সহ নগদ চুরি দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মীর, গ্রেফতার ওই কর্মী ও তার ভাই

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত ২৭ ডিসেম্বর দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি এলাকার ৫৪ ফুট এলাকায় এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ঘটনায় ওই বাডির গৃহকর্মী ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সমস্ত সোনার গয়না ও নগদ টাকা।

শুক্রবার বিকেলে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তিনি জানান চুরির ঘটনার অভিযোগ পেয়েই আইসি ফরিদপুর ও ওসি দুর্গাপুরের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে পুলিশ জানতে প্রায় দু’দশক ধরে ওই বৃদ্ধার বাড়িতে কাজ করছেন ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা গৃহকর্মী সঞ্জয় ওঝা। বিশ্বস্ত গৃহকর্মী হলেও তাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘুরে যায় তদন্তের মোড়। পুলিশ জানতে পারে সঞ্জয় নিজেই পুরো চুরির পরিকল্পনা করেছে এবং সেই মতো কাজও সেরে ফেলেছিল। আর তাকে এই কাজে সাহায্য় করেছিল তার ভাই শিবনাথ ওঝা। এরপর দুজনকেই গ্রেফতার করে পুলিশ এবং শিবনাথের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার হয়। এরপাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত সোনার গয়না ও নগদ ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা বোকারোর বাসিন্দা হলেও বর্তমানে দুর্গাপুরেই বসবাস করছিল। অন্যদিকে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় পৃথকভাবে অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়েছে। ধৃতদের সাথে বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিনের বৈঠকে ডেপুটি কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই রণবীর বাগ সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments