নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একই দিনে একই সাথে ২৬ টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রাম ও নবগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। তার মধ্যে রয়েছে নবগ্রামে রাস্তার লাইট, ড্রেন, বেশ কয়েকটি রাস্তার কাজ এবং কুমারডিহি গ্রামের আইসিডিএস সেন্টারের সীমানা প্রাচীর, স্কুলের স্মার্ট ক্লাস, ধর্মরাজ মন্দিরের আটচালা সেড নির্মাণসহ বিভিন্ন কাজ।
শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সকল কাজের উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ গ্রামবাসী এবং বিশিষ্টজনেরা।
এদিন বিধায়ক তাঁর এলাকার উন্নয়ন নিয়ে আশা প্রকাশ করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ছোঁয়া পাণ্ডবেশ্বরের অলিতে গলিতে পৌঁছে যাচ্ছে এবং পাণ্ডবেশ্বর ধীরে ধীরে মডেল পাণ্ডবেশ্বরে রূপ নিচ্ছে।”
এদিন উদ্বোধন হওয়া কাজগুলি দ্রুত সম্পন্ন করা হবেও বলেও আশ্বাস দেন তিনি।



















