সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি অন্তর্গত একটি বেসরকারি কোক কারখানার কর্মরত এক কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মৃত কর্মীর নাম সুবোধ রায় (৪৭)। তিনি ডুবুরডিহি রায়পাড়ার বাসিন্দা। কারখানার ভিতরে থাকা একটি জল ভর্তি চৌবাচ্চা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালের এই ঘটনায় কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সুবোধ রায় কুলটির ওই বেসরকারি কোক কারখানায় মেশিন চালানোর কাজ করতেন। শুক্রবার সকালে অন্য কর্মীরা কাজে গিয়ে দেখেন সুবোধ কারখানার ভেতরে জল ভর্তি চৌবাচ্চায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই কারখানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে ওই কর্মীর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে কারখানার অনেকে মনে করছেন কোনভাবে ওই গভীর চৌবাচ্চার মধ্যে পড়ে গিয়ে ওই কর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে।
অন্যদিকে সহকর্মীর মৃত্যুর বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটেন কারখানার অন্যান্য কর্মীরা। তাঁরা মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান।
পরে কারখানা কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়াত সুবোধ রায়ের মেয়ের বিয়ের জন্য ৬ লক্ষ টাকা এবং প্রয়াত সুবোধ রায়ের শেষকৃত্যের জন্য ৫০,০০০ টাকা দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও মৃত কর্মীর একটি ১৭ বছরের ছেলে রয়েছে। সেই ছেলের জন্য উপযুক্ত কোন কাজের ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কারখানা থেকে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



















