সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকার নির্ধারিত মূল্যে ২০২৫-২৬ অর্থবর্ষের ধান ক্রয় প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াকে ঘিরে কালোবাজারি চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে আসানসোলের সালানপুর ব্লকে।
সালানপুর ব্লকের শিয়াকুলবেড়িয়া সিপিসি-তে বর্তমানে স্থানীয় চাষীদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করছে সরকার। যদিও এই সরকারি প্রক্রিয়াকে ঘিরে একটি কালোবাজারি চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। কৃষকদের দাবি, বারাবনি ব্লকের একাংশ ফড়ে ঝাড়খন্ড থেকে কম দামে ধান কিনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে, সরকার নির্ধারিত মূল্যে শিয়াকুলবেড়িয়া সিপিসি-তে ধান বিক্রি করছে। ফলে প্রকৃত চাষীরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি পশ্চিমবঙ্গ সরকারও লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।
এমনকি সিপিসি-র সিসিটিভি ক্যামেরায় প্রতিদিন একই ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে বলে দাবি করছেন স্থানীয়দের অনেকেই। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিয়মিতভাবে ক্ষুদ্র চাষীদের অ্যাকাউন্ট সংগ্রহ করে রেজিস্ট্রেশন করানোর জন্য হাজির হচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কোন ক্ষমতাবলে ওই ব্যক্তি সরকারি ধান ক্রয় কেন্দ্রে অবাধে বিচরণ করছে?
অভিযোগ, ধান সংগ্রহের দায়িত্বে থাকা সরকার নিযুক্ত আধিকারিকদের চোখের সামনেই এই বেআইনি কারবার চলছে। ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের নিয়মিত মনিটরিং করার কথা থাকলেও বাস্তবে তাঁদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
এখন প্রশ্ন প্রশাসনিক উদাসীনতাই কি এই কালোবাজারিকে প্রশ্রয় দিচ্ছে না কি সরষের মধ্যেই রয়েছে ভূত?



















