eaibanglai
Homeএই বাংলায়শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো স্কুলের পোশাক

শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো স্কুলের পোশাক

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুস্থদের পাশে দাঁড়ানো সহ নানান সেবামূলক কাজ করে আসছে এলাকার সুপরিচিত ভিশন লাইফ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যাতে শিক্ষার সঙ্গে যুক্ত থাকে এবং নিয়মিত স্কুলে তার জন্যেও তারা সর্বদা সচেষ্ট থাকে।

সম্প্রতি সংস্থার পক্ষ থেকে দুর্গাপুরের শোভাপুরের মুন্সি প্রেমচাঁদ নিম্ন শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো স্কুলের পোশাক। পোশাকগুলি পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে পবিত্র হাসি। খুশি হন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। তারা সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা ভবিষ্যতেও একই রকম সহযোগিতার আশা করেন।

তখন সেখানে উপস্থিত ছিলেন সংস্থার জাতীয় সভাপতি কুলদীপ কুমার সিং সহ জেলা সভাপতি গৌতম কুমার শাহ, কেন্দ্রীয় অফিস ইনচার্জ সরস্বতী তাঁতি এবং সংগঠনের সক্রিয় সদস্য লক্ষ্মী সিং, সন্দীপ মোদী এবং সৌরভ বার্নওয়াল সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments