নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবারও দুর্গাপুরের অমরাবতীতে স্থিত ডিফেন্স কলোনিতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম। এর আগেও গত বছর অক্টোবর মাসে হাইকোর্টের নির্দেশে ওই এলাকার সরকারি জমিতে (এডিডিএ) গড়ে ওঠা অবৈধ গ্যারাজ ভেঙে দিয়েছিল পুরসভা।
এদিন সকালে নিউটাউনশিপ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অমরাবতী কলোনিতে অভিযান চালায় পুরনিগণের কর্মী ও আধিকারিকদের একটি দল। এই অভিযানে মোট দুটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রথমে অমরাবতী কলোনির একটি হোটেলের অবৈধভাবে নির্মিত স্টোররুম ও বাথরুম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, কোনও অনুমতি ছাড়াই এই নির্মাণ কাজ করা হয়েছিল। এছাড়াও, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সাইন্স স্কুল বিল্ডিংয়ের পিছনে থাকা আরও একটি অবৈধ নির্মাণও এদিন ভেঙে দেওয়া হয়।
এই অভিযানকে ঘিরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শহরের বুধে গড়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।



















