নিজস্ব সংবাদদাতা, কলকাতা:– বই হল মানুষের মস্তিষ্ক এবং মহাবিশ্বের জ্ঞানের মধ্যে অন্যতম মাধ্যম। প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে, একটি ক্ষতিকারক প্রবণতায় বই বা পড়ার অভ্যাসকে অপ্রচলিত করে তুলছে। একটি শব্দকে চিত্রকল্পে রূপান্তরিত করার কল্পনাশক্তি বা ক্ষমতা শিশুদের মধ্যে দৃশ্যমানভাবে হ্রাস পাচ্ছে।

এই ক্ষতির কথা মাথায় রেখে, ভাঙর বই-মেলা কমিটি-২৪ পরগনা(দক্ষিণ),সামাজিক উদ্যোক্তা আব্দুর রউফ খানের কঠোর তত্ত্বাবধানে,সচিব কৌশিক সরদার, তার দল এবং চেয়ারম্যান মাননীয় বিধায়ক সওকত মোল্লা,গত ৯ বছর ধরে এই দুর্দান্ত বইমেলা আয়োজন করে আসছেন,প্রচুর ধুমধামের সাথে।
২০২৬এর সংস্করণটি ৩-৯ জানুয়ারী, ভাঙর উচচ বিদ্যালয়ের বিশালাকার মাঠে অনুষ্ঠিত হল,যেখানে অসংখ্য বইয়ের স্টল,শত শত শিক্ষার্থীর সাংস্কৃতিক অনুষ্ঠান, সৃজনশীল প্রতিযোগিতা, বিতর্ক,সমাজসেবা এবং আরও অনেক কিছুর মেলবন্ধন ঘটল।

৮ই জানুয়ারির অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা/সমাজকর্মী/অভিনয় প্রশিক্ষিক ববি চক্রবর্তী, সামাজিক উদ্যোক্তা/শিক্ষিকা/সমাজকর্মী মিমি দাসের সাথে উপস্থিত ছিলেন এবং যুবসমাজকে আরও বেশি করে বই পড়তে এবং নেশামুক্ত সুস্থ জীবনযাপন করতে উৎসাহিত করেন।





















