সংবাদদাতা,বাঁকুড়াঃ- খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা। মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে বসেছে মেলার আসর। আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতিকে তুলে ধরতেই প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়।
মেলায় এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা খাবারের স্টল এবং জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল রয়েছে । এছাড়া আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে ‘নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা’।
এদিন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মুকুটমণিপুরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বলে মনে করছেন অনেকেই।




















