নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “স্বাস্থ্যসাথী কার্ডে যে রাজ্যের গরীব মানুষ পরিষেবা পাচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই।” দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হেলথ কার্নিভালে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত বিবেকানন্দ হাসপাতাল তাদের ২৮ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য কার্নিভালের আয়োজন করেছে স্টিল টাউনশিপের কাশীরাম মাঠে। তিন দিনের এই কার্নিভালের শুভ উদ্বোধন হল শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি আমার চোখের সামনে দেখি কীভাবে স্বাস্থ্য়সাথী কার্ড গবীর মানুষকে সাহায্য করছে। এই ব্যাপারে সন্দেহের কোন অবকাশ থাকতে পারে না। ” পাশাপাশি তিনি বলেন, “অনেক বেসরকারি হাসপাতাল এই পরিষেবা দিতে নানা অজুহাত দেখায়। কিন্তু বিবেকানন্দ হাসপাতাল কোন স্বাস্থ্যসাথী আবেদনকারীকে আজ পর্যন্ত ফেরায়নি শুনে খুব ভাল লাগলো।”
এদিনের অনুষ্ঠানে অভিনেতা ছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, বিবেকানন্দ হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত সহ বিশিষ্টজনেরা।



















