নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে সব রাজনৈতিক দল নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে। অন্যদিকে এরই মধ্যে দলীয় পাতাকা নিয়ে শাসাক তৃণমূল ও বিরোধী বিজেপি মধ্যে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগে। তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে ওই ঘটনাকে দলীয় গোষ্ঠীকোন্দল বলে দাবি করেছে বিজেপি।
রবিবার সকালে ধান্ডাবাগে বাগানপাড়া এলাকায় তৃণমূলের দলীয় পাতাকা নর্দমায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী বলেন,”তৃণমূল কর্মীরা চাইলে প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
যদিও বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল ওই ঘটনাকে তৃণমূলের দলীয় কোন্দল বলে কটাক্ষ করে বলেন,”তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে। নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে। আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার।”
অন্যদিকে এই ঘটনায় রবিবার সকাল থেকে উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করে দুর্গাপুর থানার পুলিশ।



















