eaibanglai
Homeএই বাংলায়১০০ দিনের কাজের নাম পরিবর্তনের প্রতিবাদে দুর্গাপুরে অনশন সত্যাগ্রহ কংগ্রেসের

১০০ দিনের কাজের নাম পরিবর্তনের প্রতিবাদে দুর্গাপুরে অনশন সত্যাগ্রহ কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে বিল পাশ করে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। নতুন নাম দেওয়া হয়েছে ‘বিকশিত ভারত, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ভিবি জি রাম জি । আগে যার নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগার (MGNREGA)। এরপরই মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানা পোড়েন। প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস।

এবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের প্রতিবাদে দুর্গাপুরে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু করল কংগ্রেস। রবিবার প্রান্তিকা পাঁচমাথা মোড়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা কংগ্রেসের সভাপতি দেবীর চক্রবর্তী পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সওয়াল সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা।

জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এদিন বলেন,”সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের গ্রীন প্রজেক্ট ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প। যা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামীণ এলাকার মানুষদের রোজকারের জায়গা হয়েছিল। অনৈতিকভাবে বিলপাশ করে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন নিয়মে আবার বলা হয়েছে ৬০% কেন্দ্র দেবে আর ৪০% রাজ্য দেবে। যে রাজ্য সরকারের অর্থনীতি ভারে মা ভবানী তারা কিভাবে টাকা দেবে। সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে চাইছে এই প্রকল্প। এই ভাবেই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিতে চাইছে আর এই প্রকল্পকেও বন্ধ করে দিতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন জারি রয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের এই নাম বদলের প্রতিবাদে ও জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে ইতিমধ্যে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম পরিবর্তণ করে ‘মহাত্মাশ্রী’ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments