eaibanglai
Homeএই বাংলায়চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিরল নজির স্থাপন

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিরল নজির স্থাপন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিরল নজির স্থাপন। এই সংস্থার ডেপুটি চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/লোকো হরিওম চৌহান ভূষিত হলেন “অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার ২০২৫” সম্মানে।

গত ৯ জানুয়ারি নতুন দিল্লিতে ভারতীয় রেলের উদ্যোগে এক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। যেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৭০-তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। কাজের প্রতি নিষ্ঠা এবং অন্যদের কাছে উদাহরণ সৃষ্টিকারী উদ্যোগকে স্বীকৃতি দিতেই সারা দেশ থেকে ১০০ জন সুদক্ষ রেলকর্মী এবং আধিকারিককে এই সম্মান দেওয়া হয়। যেখানে কর্মীদের উদ্বাবনী ক্ষমতা, কাজের দক্ষতা, সুরক্ষা, নিরাপত্তা, সংস্থার আয় বৃদ্ধিতে যোগদান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করা হয়। এছাড়াও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে নজির রাখা সেরাদের সারা দেশ থেকে নির্বাচিত করা হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য।

এবারের এই সম্মানের (“অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার ২০২৫”) জন্য ‌ দেশের ১০০ জনের মধ্যে নির্বাচিত হন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অন্যতম ইঞ্জিনিয়ার হরিওম চৌহান, তাঁর অনন্য দক্ষতার স্বীকৃতি হিসেবে। এই পুরস্কার পাওয়ার জন্য হরিওম চৌহানকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই পুরস্কার সমগ্র সিএলডব্লু পরিবারের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার অনিল কুমার গুপ্তা।‌

এদিনের রেলের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের রাষ্ট্রমন্ত্রী তথা জল শক্তি মন্ত্রী ভি সোমান্না, রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার সহ রেলবোর্ডের সদস্যরা এবং বিভিন্ন রেল জোন ও প্রোডাকশন ইউনিটের জেনারেল ম্যানেজারেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments