eaibanglai
Homeএই বাংলায়বীর সন্ন্যাসীর স্মরণে

বীর সন্ন্যাসীর স্মরণে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মবার্ষিকিতে দেশ জুড়ে পালিত হচ্ছে যুব দিবস। শিল্পশহর দুর্গাপুরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন হচ্ছে দিনটি। এদিন দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী দুর্গাপুর শাখার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত যুব দিবস উপলক্ষ্যে গত তিনদিন ধরে ছোটদেরকে সঙ্গে নিয়ে বিবেকানন্দর বাণীর উপর লেখা, অঙ্কন প্রতিযোগিতা, বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ মুখার্জি, বিশিষ্ট প্রধান শিক্ষক অনুপম শীল, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জি, তরুণ দাস ও বিবেকানন্দ শাখার সম্পাদক রুইদাসবাবু ও আরো অনেকে। এদিন এমএএমসি টাউনশিপে স্থিত স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত বিশিষ্টজনেরা।

স্বামীজী তাঁর ভবিষ্যৎ প্রজন্মকে বলে গেছেন নিজেকে বিশ্বাস করো, দেশকে ভালোবাসো, আর মানুষের জন্য বাঁচো। তাঁর কণ্ঠে জেগেছিল জাতির আত্মসম্মান, তাঁর চিন্তায় ছিল মানবতার আলো। তাঁর সেই বিখ্যাত বাণী “উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না।” এই বাণী শুধু কথা নয়, এক জীবনদর্শন। তিনি ভারতকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাই তাঁর জীবনদর্শন নতুন প্রজন্মকে আরও বেশি করে অনুধাবন করা প্রয়োজন, দেশের সার্থে -দশের স্বার্থে। এমনটাই মনে করনে উদ্যোক্তরা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তাঁরা কাজ করে চলেছেন বলে জানান।

প্রসঙ্গত উল্লেখ্য, স্বামীজীর জীবনাদর্শন ঘরে ঘরে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সারা বছর ধরেই কাজ করে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, দুর্গাপুর শাখা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments