সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে “ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট”। সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মন্ডল, মহকুমা হাসপাতাল রোগী কল্যান সমিতির আহ্বায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত এবং ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ করবী কুন্ডু।
এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেট—এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে।
বৈঠকে রোগী কল্যান সমিতির আহ্বায়ক কবি দত্ত জানান, রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ইউনিট গড়ে তোলা হবে। সব অনুমোদন পাওয়া গেছে। দ্রুত কাজ শুরু হবে।
এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত, আধুনিক স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে আসানসোল জেলা হাসপাতালে তৈরি হয় এই “ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট”। আসানসোলের পর এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালেও যুক্ত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা।


















