সঙ্গীতা চৌধুরীঃ- কাল ১৪ ই জানুয়ারি, মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি কেবল একটি উৎসব মাত্র নয়, এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে বৈদিক জ্যোতির্বিজ্ঞান, ঋতুচক্র ও আধ্যাত্মিক চেতনা।
১। বেদ অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, তখন সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই উত্তরায়ণের শুরু হবে কাল থেকে, বৈদিক মতে যা দেবযান কাল বা আত্মিক উন্নতির জন্য অত্যন্ত শুভ সময়।
২। মকর সংক্রান্তির সময় গায়ত্রী মন্ত্রের জপকে অত্যন্ত ফলদায়ক বলা হয়। এছাড়া এদিন অন্য কোন মন্ত্রের জপ ও করতে পারেন।
৩। মকর সংক্রান্তির দিন আপনার সামর্থ্য অনুযায়ী কোন অসহায় , দীন দুঃখী মানুষকে দান করার চেষ্টা করুন। তবে এই দিন তিল,ঘি, অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ।
তাই মকর সংক্রান্তির দিন সকাল বেলায় উঠে যে মন্ত্রে আপনি বিশ্বাসী ভগবানের সেই মন্ত্র জপ করুন এবং ঈশ্বর চিন্তা করুন এবং দান ধ্যানের মধ্য দিয়ে জীবনটি শুরু করুন। তবে ভুলেও এই দিন কোন অনিষ্ট চিন্তা করবেন না।



















