সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে পরীক্ষার নামে টাকা চাওয়ার অভিযোগ সরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ পড়ুয়াদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
রাজ্য সরকার অনুমোদিত আসানসোলের হিন্দি মাধ্যম সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়াদের দাবি, স্কুল তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার আগে সেনটাপ পরীক্ষা নামে একটি মক টেস্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। যার জন্য পাঁচ হাজার টাকা দাবি করা হচ্ছে। পড়ুয়াদের আরো অভিযোগ, যদি তারা এই পরীক্ষার জন্য পাঁচ হাজার টাকা না দেয়, তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তাদের এ্যাডমিট আটকে রাখা হবে। এর প্রতিবাদে, তারা এদিন রাস্তা অবরোধ করে। তারা প্রশ্ন তোলে, রাজ্য সরকার যখন এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করেনি, তাহলে এর পরেও কেন তাদের তা দিতে বাধ্য করা হচ্ছে।
অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের বাণিজ্য বিভাগের এক শিক্ষক এবং তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। পরে তিনি বলেন, “কোন পড়ুয়াকে জোর করা হচ্ছে না বা তাদের এ্যাডমিট কার্ড আটকে রাখার হুমকি দেওয়া হচ্ছে না। যা করা হয়েছে, তা পড়ুয়াদের ভালোর জন্য।”
যদিও বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

















