নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার সকালে মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়ায় ‘চায়ে-পে-চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে, মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে বলে এদিন দাবি করেন দিলীপবাবু।
প্রসঙ্গত মকরসংক্রান্তি উপলক্ষ্যে বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় যোগ দেওয়ার জন্য দুর্গাপুরে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেলায় যাওয়ার আগে বুধবার সকালে দুর্গাপুরে প্রাতঃভ্রণ সেরে মুচিপাড়া এলাকায় ‘চায়ে-পে-চর্চা’য় যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে রাজ্য রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি। ইডি হানার সময় আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে আসায় বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রকাশ্যে ফাইল চুরি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সময় উপস্থিত থাকা আধিকারিকরাও সমান দোষী। চুরি-ডাকাতি না করতে পারলে তৃণমূলের কেউ নেতা হতে পারে না। পুলিশ যদি সত্যি অপরাধীদের ধরতে শুরু করে, তাহলে তৃণমূলের কেউ বাইরে থাকবে না। মুখ্যমন্ত্রীকেও ভেতরে যেতে হবে।” রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে বলে দাবি করে তিনি বলেন, “রক্ষই ভক্ষক। তাই আদালতই শেষ ভরসা। আদালত ঠিক রায় দিলে বাংলার মানুষের মধ্যে আশা ফিরবে।”
অন্যদিকে এসআরআর নিয়ে তিনি বলেন, “রাজ্যে এসআইআর সফল করতে হলে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে, রাজ্যে ৩৫৬ধারা জারি করতে হবে।নইলে লুঠপাঠ করে ফের শাসক দল ভোটে জিতে যাবে।”


















