জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান -: ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম মুখ স্যার রাসবিহারী ঘোষ একদিকে ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অন্যদিকে আইনজীবি ও সমাজসেবক হিসাবে পরিচিত ছিলেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোরকোনা গ্রামে তাঁর জন্ম। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেও পরপর দু’বার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অথচ তাঁর জন্মভিটে আজ ধ্বংসের মুখে। সেখানকার মানুষ চান হেরিটেজ ঘোষণা করা হোক তাঁর বাড়িটিকে।
অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্যার রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোরকোনায় অবস্থিত স্বাধীনতা সংগ্রামীর পৈতৃক ভিটার পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য জমিটি সফলভাবে হস্তান্তর করা হয়েছে এবং সম্পত্তিটির সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন বর্ধমান ডিভিশনের পূর্ত দপ্তরকে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছে। নির্দেশ অনুযায়ী বুধবার প্রথম সমীক্ষা করা হয়েছে এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী খুব খুশি।
প্রসঙ্গত ঐতিহ্যবাহী ভবনটি চুন-সুড়কি এবং কড়ি-বর্গা পদ্ধতিতে নির্মিত। ভবনটি দোতলা এবং এতে বিভিন্ন ধরনের খিলানযুক্ত দরজা-জানালা আছে। ছাদের কিনারা টেরাকোটা কলস শৈলীতে তৈরি।


















