eaibanglai
Homeএই বাংলায়সিমলাপালে শুরু মকর সংক্রান্তির গঙ্গা মেলা

সিমলাপালে শুরু মকর সংক্রান্তির গঙ্গা মেলা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রতিবারের মতো এবারও বাঁকুড়ার সিমলাপালে শিলাবতী নদীর আনন্দপুর ঘাটে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে গঙ্গা মেলা। এবছর এই মেলা ৩৩ তম বর্ষে পদার্পণ করেছে। মেলা চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত।

প্রসঙ্গত জেলার জঙ্গল মহল তথা দক্ষিণ বাঁকুড়ার অন্যতম বড় মেলা হিসেবেই পরিচিত সিমলাপাল গঙ্গা মেলা। বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। মেলার দিন গুলিতে নামসংকীর্তনের পাশাপাশি থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এবারে রয়েছে কলকাতার চিৎপুরের যাত্রা, ও জনপ্রিয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। মেলায় কয়েকশো দোকানের পাশাপাশি ছোটো থেকে বড় প্রত্যেকের মনোরঞ্জনের বিপুল আয়োজনও রয়েছে ।

মেলার আনুষ্ঠানিক সূচণা করেন সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা তথা বিধায়ক ফাল্গনী সিংহবাবু সহ বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments