eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে মহতি উদ্যোগ

দুর্গাপুরে রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে মহতি উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- শ্রীশ্রীরামঠাকুর ঊনিশ শতকের মাঝামাঝি অবিভক্ত বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন, এবং সাধারণ মানুষকে ভগবদ্ভক্তির প্রথ দেখিয়ে গেছেন। ভক্তদের কাছে তিনি কেবল রাম ঠাকুর নন, কৈবল্যনাথ (মুক্তি বা মোক্ষের অধিপতি) এবং সত্যনারায়ণ (সত্যের প্রতিমূর্তি) নামেও পরিচিত। তাঁর দিব্যপ্রেমের পরশমণি ছুঁইয়ে আর জীবনযাপনের আদর্শ পথ অনুসরণ করে বহু ভক্ত আধ্যাত্মিক উদ্ভাস ও ঈশ্বর-সচেতনতার অনন্যসাধারণ স্তরে পৌঁছেছেন। তিনি বলতেন, “পরমপুরুষ ‘ব্রহ্ম’-কে পেতে হলে প্রয়োজন প্রভূত অধ্যবসায় এবং কোনও মহাত্মা প্রদর্শিত মত ও পথের অনুশীলন। ‘সংসার’ ত্যাগ করা আত্ম-উপলব্ধির একমাত্র পথ নয়। কঠোর কিন্তু নিষ্কাম কর্মসাধনায় রত থেকে আমাদের এই পার্থিব জীবনেই আমরা ভগবদ্‌ চেতনা লাভ করতে পারি শুধু ‘নাম’ শরণ করে।”

এই মহান গুরুর স্মরণে শ্রী শ্রী রামঠাকুর আশ্রম দুর্গাপুরের উদ্যোগে শুক্রবার এক সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে একটি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে মোট ৫৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।

এছাড়াও আরও একটি মানবিক উদ্য়োগ নেওয়া হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রায় দুই বছর আগে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় এক দুর্ঘটনায় এক যুবকের পা কাটা যায়। শারীরিক অক্ষমতার কারণে সে বর্তমানে ভিক্ষা করে জীবনযাপন করে। তার এই অবস্থার কথা জানতে পেরে রাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে ওই যুবককে একটি ট্রাইসাইকেল এদিন উপহার দেওয়া হয়, যাতে সে স্বনির্ভরভাবে চলাফেরা করতে পারে এবং জীবনের পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ শহরের বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments