সঙ্গীতা চৌধুরীঃ- খুব শীঘ্রই অয়ন দে পরিচালিত একটি নতুন ক্রাইম থ্রিলার ছবি রিলিজ করতে চলেছে। ছবিটির নাম হাতিমগড়ের হত্যাকান্ড। এটি মূলত একটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। এই গল্পটা ক্রাইম বেসিক। এখানে দেখা যাবে যে একটা বাংলোতে একজন খুন হয়, সেখানে যে মূল চার চরিত্র তারা প্রাইম সাসপেক্ট হন এবং একটা মার্ডার ইনভেস্টিগেশন চলে। এটাই বেসিক স্টোরি লাইন। তবে গল্পে অনেক অনেক টুইস্ট রয়েছে, আর সবটা জানতে গেলে তো ছবি দেখতে হবে।
উল্লেখ্য এই গল্পের মূল চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, রুপসা মুখোপাধ্যায়, অরিজিৎ লাহিড়ী, মৌপিয়া গোস্বামী রয়েছেন। আশা করা যাচ্ছে যে, এই বছর গরমের ছুটিতেই ছবিটি মুক্তি পাবে। শুটিং খুব শিগগিরই শুরু হতে চলেছে।




















