নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব পরিবহণের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই মতো দুর্গাপুরে চালু হল এসবিএসটিসি বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবেশবান্ধব বাস পরিষেবা। শুক্রবার দুর্গাপুরে পরিবেশবান্ধব ১৩টি সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলি চলবে দুর্গাপুরের ডিপো থেকে।
এসবিএসটিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর–কলকাতা, দুর্গাপুর–বহরমপুর, বর্ধমান–কলকাতা, বর্ধমান–করুণাময়ী, বর্ধমান–কৃষ্ণনগর, আসানসোল–কৃষ্ণনগর, আরামবাগ–কলকাতা, আরামবাগ–তারাপীঠ, বাঁকুড়া–সিউড়ি ও দুর্গাপুর–ঝাড়গ্রাম-সহ বিভিন্ন রুটে এই বাস চলবে।
নতুন বাস পরিষেবা চালু হওয়ায় দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্গাপুর ও আশপাশের জেলাগুলিতে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে বলে আশা প্রশাসনের।
এদিন উদ্বোধনা অনুষ্ঠানটি হয় দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা।




















