eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক নিযুক্ত হলেন আইনজীবী কল্লোল ঘোষ

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক নিযুক্ত হলেন আইনজীবী কল্লোল ঘোষ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক নিযুক্ত হলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী কল্লোল ঘোষ। এদিন কমিটির সম্পাদক পদের দায়িত্বভার তুলে দেওয়া হয় তাঁর উপর। নতুন পদের দায়িত্ব পেয়ে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কল্লোলবাবু। পাশাপাশি তিনি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

এদিন তিনি জানান, দল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সবাই একসঙ্গে মিলিত হয়ে কাজ করবেন এবং দুইটি আসনেই জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জয় উপহার দেবেন। পাশাপাশি আসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দলীয় কর্মীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments