eaibanglai
Homeএই বাংলায়পথ দুর্ঘটনায় মৃত্যু ইসিএল কর্মীর, ক্ষতিপূরণের দাবি

পথ দুর্ঘটনায় মৃত্যু ইসিএল কর্মীর, ক্ষতিপূরণের দাবি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ইসিএল কর্মীর। দুর্ঘটনাটি ঘটে আসানসোলের জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির কুনুস্তোরিয়া মোড়ে ১৪ নং জাতীয় সড়কে। মৃত ইসিএল কর্মীর নাম সুকুমার বন্দ্যোপাধ্যায় (৫৬)। তিনি ইসিএলের কুনুস্তোরিয়া কোলিয়ারিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জের বাসিন্দা সুকুমার বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত সোয়া বারোটা নাগাদ কর্মক্ষেত্র কুনুস্তোরিয়া কোলিয়ারিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইক নিয়ে বের হন। যাওয়ার পথে ১৪ নং জাতীয় সড়কে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির কুনুস্তোরিয়া মোড়ের কাছে তার মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কথা জানাজানি হতেই কর্মীর পরিবারের সদস্য, এলাকার বাসিন্দা ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নামে। শনিবার দুপুরে জেলা হাসপাতালেই মৃতদেহর ময়নাতদন্ত হয়।

অন্যদিকে শনিবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ক্ষতিপূরণের দাবিতে ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন। বৈঠকে মৃত কর্মীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির দাবি করা হয়। পুরো বিষয়টি নিয়ে ইসিএলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments