নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার সকালে পানাগড় বায়ুসেনা ঘাঁটির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে সিএনজি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলার থেকে আতঙ্ক ছড়াল। জানা গেছে এদিন সকালে দুর্গাপুরের গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাচ্ছিলো মিথেন গ্যাস ভর্তি ক্যাপসুল গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রেলার। সেই সময় চলন্ত গাড়িটি থেকে হঠাৎ গ্যাস লিক করতে থাকে। দ্রুত চারদিকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। বিষয়টি নজরে আসতেই চালক কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেনে ট্রেলারটিকে দাঁড় করিয়ে দেন। স্থানীয় মানুষজনও ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে খবর পেয়েই জাতীয় সড়কের কলকাতাগামী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয় কাঁকসা থানার পুলিশ। সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও সিএনজি গ্যাস সংস্থার টেকনিশিয়ানরা। দমকল কর্মী ও গ্যাস সংস্থার টেকনিশিয়ানরা তড়িঘড়ি ব্যবস্থা নেন।
ঘটনায় আতঙ্ক ছড়ালেও কোন হতাহতের খবর নেই।
















