নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরের ডিপিএলের এ-জোন আদি বেদির পূজা ময়দানে অনুষ্ঠিত হল এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা। দুর্গাপুর ক্লাব কো-অর্ডিনেশন গ্রুপের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে অংশগ্রহণ করেছিল শিল্পাঞ্চলের মোট ২৫টি ক্লাবের প্রায় ৫০০ জন প্রতিযোগী।
এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখার্জি, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পরিচালন সমিতির সদস্য দীপঙ্কর লাহা, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সঞ্জয় মাঝি সহ ডিপিএলের আধিকারিকরা।
ক্লাব কো-অর্ডিনেশন গ্রুপের সাধারণ সম্পাদক মৈনাক মজুমদার জানান, শিল্পাঞ্চলের সমস্ত ক্লাবকে সংগঠিত করে ক্লাবের রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়দের সংবর্ধিত করা ও নতুন প্রজন্মের মধ্যে খেলা নিয়ে উৎসাহ তৈরি করতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিনের ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


















