সংবাদদাতা,আসানসোলঃ- হৃদরোগে আক্রান্ত হয়ে বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ সাংবাদিক পরিতোষ সান্যাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বিপত্নীক সাংবাদিকের এক পুত্র সন্তান বর্তমান। তিনি আসানসোল শহর থেকে প্রকাশিত একটি হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিক ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করে আসানসোলের শিল্পমহল থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রয়াত সাংবাদিকের শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আসানসোল প্রসক্লাব থেকেও শোকপ্রকাশ করা হয়। এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁর মৃত্যুতে সংবাদমহল থেকে শুরু করে সমস্ত স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত সাংবাদিক সারাদিন আসানসোলের বিভিন্ন প্রান্ত হেঁটে সংবাদ সংগ্রহ করতেন। তিনি বিশ্বাস করতেন এরফলে এলাকার মানুষের কাছাকাছি থাকা যায় এবং সহজেই ছোটখাটো সংবাদগুলি সংগ্রহ করা যায়। তিনি ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে অনুপ্রেরণার উৎস। সাংবাদিকতার প্রতি তাঁর আবেগ নতুন প্রজন্মের সাংবাদিককে অনুপ্রাণিত করবেই। এমন একজন সাংবাদিকের মৃত্যুতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। প্রসঙ্গত এলাকার সাংবাদিক মহলে তিনি সান্যালদা ও সান্যাল কাকু নামে পরিচিত ছিলেন।



















