নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ কলকাতার বড় হাসপাতালগুলি চাপ কমাতে এবং সর্বোপরি রোগীদের সুবিধার্থে উদ্যোগ নিল দক্ষিন ২৪ পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রথমবারের জন্য সরকারি উদ্যোগে বিনামুল্যে ল্যাপেরোস্কপির মাধ্যমে একসাথে ১৯ জন রোগীর হার্নিয়া, গলব্লাডার ও অ্যাপেনডিক্সের সফল অস্ত্রপচার করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নজির সৃষ্টি করলো। বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে শনিবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। কলকাতার এস এস কে এমের বিশিষ্ট চিকিৎসক মাখন লাল সাহা, কলকাতা মেডিক্যাল কলেজের সুকুমার মাইতি, মানস দত্ত সহ ১০ জনের একটি দল শনিবার সকাল থেকে তৎপরতার সাথে কাজ করে এই অসাধ্য সাধন করলেন। বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ জয়া ব্যানার্জি নিজে এই ব্যাপারে তদারকি করেন। জানা গেছে, ১৯ জন রোগীর মধ্যে ১৭ জনের গল ব্লাডার অপারেশান, ১ জনের হার্নিয়া অপারেশন ও ১ জনের অ্যাপেনডিক্স অপারেশান হয়। এরপরে এই প্রক্রিয়া চালু রাখতে প্রতি এক মাসে এই পরিষেবা চলবে বলে জানা গেছে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে। বিনামুল্যে এই চিকিৎসা পরিষেবায় খুশি রোগীর পরিবাররাও। শুধু বারুইপুর নয়, জয়নগর, সোনারপুর সহ নদিয়া থেকে রোগীরা এই পরিষেবা লাভ করেন। এক রোগীর আত্মীয় অশোক ভট্টাচার্য জানালেন, কলকাতার হাসপাতালে অপারেশান করাতে গেলে ৩ থেকে ৫ মাসের আগে জায়গা পাওয়া যায় না। গ্রামের মানুষদের জন্য বিনামুল্যে এই পরিষেবায় নতুন জীবন পেল বোন, বারুইপুর মহকুমা হাসপাতালে আরও এই পরিষেবা চালু হোক এটাই চাই। হাসপাতালের সুপার জয়া ব্যানার্জি জানান, জেলায় প্রথম সরকারি উদ্যগে একসাথে বিনামূল্যে ১৯ জন রোগীর সফল অস্ত্রপচার সম্ভব হল।