নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কে চলন্ত ডাম্পারে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মঙ্গলবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ইন্দোআমেরিকান মোড়ে।
জানা গেছে ওই ডাম্পারে ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট (ছাই) বোঝাই ছিল। আসানসোল গামী ওই ডাম্পারটি মুচিপাড়া পাড় করে ইন্দোআমেরিকান মোড়ের কাছে পৌঁছতেই হঠাৎ করে চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই চালক গাড়ি থামিয়ে দেন এবং চালক ও খালাসি গাড়ি থেকে নেমে যান। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়কে যাতায়াতকারী অন্যান্য গাড়িও দাঁড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশের তরফে তড়িঘড়ি খবর দেওয়া দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি চালিক গাড়ি থামিয়ে না দিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। যদিও এদিনের দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে চলন্ত গাড়িতে আগুন লাগল তা জানা যায়নি। দমকল আধিকারিকদের অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।


















