সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডবে এসআইআর-এর ফর্ম ৭ জমা দিতে না পারার অভিযোগে গতকাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার ফের বিক্ষোভে সরব হল বিজেপি। আজ দুর্গাপুর মহকুমা মাশাসকের অফিস চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে চলে বিক্ষোভ।
প্রসঙ্গত, এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চলাকালীন শুনানি পর্বে সোমবার ছিলো ফর্ম ৭ জমা দেওয়ার শেষ দিন। এদিকে এদিন ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা, সংঘর্ষ, বিক্ষোভে দিনভর উত্তপ্ত ছিলো দুর্গাপুরের মহকুমাশাসকের অফিস চত্বর। বিজেপির অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশ মতো দলের কর্মী ও সমর্থকেরা মহকুমাশাসকরে দপ্তরে ফর্ম জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় ও মারধর করা হয়।
সোমবারের এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মহকুমা শাসক অফিস ঘেরাও করে বিজেপি। দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। এই প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দত্ত বলেন, “গত তিনদিন ধরে আমরা দলের তরফে ফর্ম ৭ জমা দেওয়ার চেষ্টা করছি। জেলা প্রশাসনের তরফে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সোমবার বেলা বারোটার পরে আমাদেরকে মহকুমাশাসক ফর্ম ৭ জমা দিতে আসার জন্য বলেন। সেই মতো দলের নেতা ও কর্মীরা তা দিতে আসেন। তখন দেখা যায়, গোটা মহকুমাশাসক অফিস তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেছে। আমরা ফর্ম জমা দিতে গেলে আমাদের উপরে হামলা চালানো হয়।” তার অভিযোগ, মহকুমাশাসক ইচ্ছাকৃত ভাবে তাদের ডেকে নিয়ে গিয়ে, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে মার খাইয়েছেন।
অন্যদিকে এদিন বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোন অশান্তি না হয়, তারজন্য মহকুমাশাসকের অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।


















