নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বহু প্রচলিত প্রবাদ– যে কোনও পুরুষের সাফল্যের পিছনে সর্বাধিক অবদান থাকে কোনও নারীর। এবং, উল্লিখিত প্রবাদের সারবত্তাও অধিকাংশ ক্ষেত্রেই প্রমাণিত। কিন্তু, বেশিরভাগ সময়েই দেখা যায় যে সাধারণতঃ উদাহরণ স্বরূপ স্ত্রী অথবা প্রেমিকার ভূমিকা-ই অধিকতর আলোচিত হয়ে থাকে। বাস্তবের প্রেক্ষাপটে সফল পুরুষের মা -এর অবদান যে আকাশের মতো সীমাহীন- এই সত্যের অজস্র উদাহরণ ও নিতান্ত অনুল্লেখ্য নয়।
দুর্গাপুরের অন্যতম সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা “মিলিত প্রয়াস” বিগত ২০২৫ – বর্ষ থেকে শুরু করেছেন সন্তানের সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মা-এর ভূমিকার স্বীকৃতি ও সম্মাননা স্বরূপ “মা সম্মাননা” পুরস্কার প্রদান। দুর্গাপুরের সুপরিচিত সংগীত শিল্পী, মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত আধিকারিক, সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব মুখোপাধ্যায়ের মা প্রয়াত সুবর্নবালা মুখোপাধ্যায় কে সম্মানিত করা হল। উল্লিখিত মানপত্র তুলে দেওয়া হল প্রণব মুখোপাধ্যায় এর হাতে। সম্মাননা পত্র প্রদান করলেন দুর্গাপুর “মিলিত প্রয়াস” এর সম্পাদক বুদ্ধদেব অধিকারী। মরনোত্তর উল্লিখিত সম্মাননা অবশ্যই সমগ্র মায়ের ভূমিকা নিঃসন্দেহে গৌরবোজ্জ্বল স্বীকৃতি হিসাবে সমাদৃত হবে।


















