eaibanglai
Homeএই বাংলায়অনুষ্ঠিত হলো সাহিত্য পরিবারের ভিন্ন স্বাদের অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো সাহিত্য পরিবারের ভিন্ন স্বাদের অনুষ্ঠান

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: যেসব সাহিত্য পরিবার বারবার ভিন্ন স্বাদের অনুষ্ঠান পরিবেশন করে সাহিত্যপ্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের অন্যতম হলো কলকাতার সুপরিচিত ‘চোখ’ সাহিত্য পরিবার। ‘লোকসংস্কৃতিতে যাত্রার জয়যাত্রা’ ভাবনাকে মুখ্য করে এবার তাদের কাছ থেকে পাওয়া গেল উপভোগ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান। মাইকে ঘোষণা, যাত্রার পরিচিত মিউজিক ইত্যাদির মাধ্যমে যাত্রা একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়। যাত্রার কিংবদন্তি নায়িকা স্বপ্না সেনের বিখ্যাত যাত্রাপালা ‘গান্ধারী জননী’র নির্বাচিত অংশের অভিনয় ও খলনায়ক মানস লাহিড়ীর যাত্রাপালার সংলাপ অনুষ্ঠানের মূল সুরকে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ সেন। অন্যান্যদের সঙ্গে শিশুশিল্পী প্রাপ্তি মন্ডল পরিবেশিত আবৃত্তি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

বিশিষ্ট কবি কৃষ্ণা গুহের উদ্যোগে প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচজন কবির হাতে ‘বাসুদেব গুহ’ স্মৃতি সম্মাননা এবং কবি শ্যামল কৃষ্ণ মণ্ডলের উদ্যোগে তার প্রয়াতা স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনজন কবির হাতে ‘দীপিকা মণ্ডল (তন্তু) স্মৃতি’ সম্মাননা তুলে দেওয়া হয় । এছাড়াও একাধিক কবি-সাহিত্যিকের রচিত পুস্তক প্রকাশিত হয়। আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি জগতের গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়।

মঞ্চের দায়িত্ব পালন করেন স্নেহা দে এবং সমগ্র অনুষ্ঠান ভাবনা ও প্রয়োগে ছিলেন সংস্থার কর্ণধার রজত পুরকায়স্থ স্বয়ং। কিংকর হালদার এবং বিশিষ্ট বাচিক শিল্পী মিত্রা নন্দীর সুদক্ষ সঞ্চালনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

এর আগে প্রদীপ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শরৎ এবং বঙ্কিম স্মৃতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অসীম দাস, কৃষ্ণা গুহ, বিকাশ গুঁই, মধুছন্দা গাঙ্গুলী, লিপিমিতা তনুশ্রী প্রমুখ।

প্রসঙ্গত, রূপান্তরকামী থেকে শুরু করে যৌনকর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মাননা প্রদান করে সাহিত্য পরিবারটি সবার প্রশংসা আদায় করে নিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments