eaibanglai
Homeএই বাংলায়সাধনপথের ব্যক্তিদের অহং হয়?

সাধনপথের ব্যক্তিদের অহং হয়?

সঙ্গীতা চৌধুরীঃ- যারা সাধনা করেন যারা সাধন মার্গে থাকেন তাদেরকে অহংকার হয়? এই প্রশ্ন যদি আপনার মনেও আসে তাহলে এই প্রতিবেদনটি একবার পড়ে নিন। একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ কে প্রশ্ন করেছিলেন, “এক পরিচিত ভদ্রলোক সবাইকে সমালোচনা করেন, এমনকি অন্য গুরুদেরও। নিজেকে খুব বড় আধ্যাত্মিক বলে মনে করেন। বুঝতে পারি তার সাহায্যের দরকার কিন্তু তিনি রাজি নন। কি করি?”

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন, “তিনি যদি প্রকৃত সাধক হন, এ নিয়ে চিন্তা নেই। সাধনায় এমন এক অবস্থা আসে যখন নিজেকে খুব বড় মনে হয় আর অন্যদের ছোট। সাধনপথে এটা এক পরীক্ষা। সাধনা করে গেলে এটা চলে যায়। কিন্তু এই অবস্থা সাধনার কারণে না হলে এটা এক মানসিক রোগ। মনের গভীরে কোনোরকম হতাশা বা হীনভাবনার ফলেই এমন হয়। নিজের অজান্তেই তিনি ওই সুপ্ত ভাবকে চাপা দিতে চেষ্টা করছেন নিজেকে বড় ও অন্যদের ছোট দেখিয়ে। আপনার কাছে তিনি এক উৎপাত হয়ে উঠলে সরাসরি প্রতিবাদ করুন তার মুখের উপরে। ২-৪ বার করলেই তিনি পিছু হটবেন। ধীরে-ধীরে ঠিক হয়ে যাবেন তিনি। কিংবা তাকে ইগনোর করুন, যখন তিনি এমন সমালোচনা করবেন। কেউ পাত্তা না দিলে, তাকে গুরুত্ব না দিলে, তিনিও পরে চুপ করে যাবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments