সংবাদদাতা,বাঁকুড়াঃ- একই সঙ্গে দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দপুরে। একটি এসবিআই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অন্যটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট। দুটি কাস্টমার সার্ভিস সেন্টার পাশাপাশি অবস্থিত।
বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দেখান সেন্টারের জানালার রড ভাঙা। সেন্টারের মালিকরা জানান বুধবার রাতে সেন্টার বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। সকালে স্থানীয়দের মারফত চুরির খবর পান। পরে গিয়ে দেখেন ভেতরে সব তছনছ। ব্যাঙ্কের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার টাকা নগদ খোয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ল্যাপটপ চুরি যাওয়ায় কিভাবে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকরা।
প্রসঙ্গত এর এআগেও দুবার ব্যাঙ্কের ওই সেন্টারে চুরি হয়েছে বলে জানা গেছে। অন্যিদকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।



















