eaibanglai
Homeএই বাংলায়ডাইবাটিস নির্মূল লক্ষ্যে ম্যারাথনের আয়োজন দুর্গাপুরে

ডাইবাটিস নির্মূল লক্ষ্যে ম্যারাথনের আয়োজন দুর্গাপুরে

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- ‘স্বাস্থ্যই সম্পদ’। ইদানিং কালে প্রতিটি মানুষই স্বাস্থ্য সচেতন। সুস্থ শরীর, সুস্থ মন ও প্রাণ উজ্জ্বল ভাবে বেঁচে থাকার জন্য শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি রাস্তায় ভোরের আলো ফোটার আগেই দলে দলে মানুষকে দেখা যায় প্রাতঃভ্রমণে করতে। শিল্পাঞ্চল দুর্গাপুরের বহু মানুষ মধুময় রোগ বা ডাইবেটিসের শিকার। এই মারণ রোগ ডায়াবেটিসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে এবার দুর্গাপুর লাইন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মলের সামনে থেকে আগামী ৮ই ফেব্রুয়ারি শুরু হবে ৫ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

দুর্গাপুর শিল্পাঞ্চলে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথভাবে একটি বেসরকারি বহুজাতিক শপিং মল এবং একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ও মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই উপলক্ষে বুধবার দুর্গাপুরের বেসরকারি পার্বণ হোটেলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এই সাংবাদিক সম্মেলনে উক্ত ম্যারাথনের উদ্দেশ্য, রুট ম্যাপ, অংশগ্রহণকারীদের জন্য নিয়মাবলী ও ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের দেওয়া হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিনিধি সুপ্রিয় গাঙ্গুলি, দুর্গাপুর জংশন মলের প্রতিনিধি, স্থানীয় একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের অধ্যক্ষ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

ডাইবেটিস রোগ কে নির্মূল করার লক্ষ্যে এদিন উদ্যোক্তারা জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খেলাধুলার ও শরীর চর্চার মাধ্যমে এই রোগকে নির্মূল করা সম্ভব। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে খেলাধুলার মাধ্যমে একসূত্রে বাঁধাই করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ দুর্গাপুরের মতো শিল্পনগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, একতা ও সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। এছাড়াও সংস্থার উদ্যোগে এ বছরের এই ম্যারাথন দৌড়ের জন্য কোন প্রবেশ মূল্য নেওয়া হবে না। যেকোনো বয়সের মানুষেরাই এই দৌড়ে অংশগ্রহণ করতে পারেন। আগামী প্রজন্মকে সুস্থ শরীর ও সুস্থ মনের গঠনের লক্ষ্যে এই ম্যারাথন দৌড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান। দুর্গাপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ইতিমধ্যেই এই ম্যারাথন ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments