eaibanglai
Homeএই বাংলায়সরস্বতী পুজো ও নেতাজি জয়ন্তী, আসানসোল শহরজুড়ে আনন্দ ও দেশপ্রেমের আবহ

সরস্বতী পুজো ও নেতাজি জয়ন্তী, আসানসোল শহরজুড়ে আনন্দ ও দেশপ্রেমের আবহ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এবছর ২৩ জানুয়ারি পড়েছে বসন্ত পঞ্চমী। অতএব বাগ্দেবীর আরাধনা ও মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, একই দিনে। এই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে রীতিমতো আনন্দের আবহ তৈরি হল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। একদিকে সরস্বতী পুজোর আনন্দ অন্যদিকে দেশপ্রেমের আবহ।

সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও পাড়া-মহল্লায় ভক্তিভরে মা সরস্বতীর আরাধনা করা হয়। হলুদ বসনে সজ্জিত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পুজো প্রাঙ্গণগুলি হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত। অন্যদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসানসোল পুরনিগমের উদ্যোগে নুরুদিন রোডে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। এছাড়াও পুরনিগমের প্রতিনিধিরা শহরের বিভিন্ন প্রান্তে স্থাপিত নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলা সম্ভব। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নেতাজির আদর্শ ছড়িয়ে দিতে পারলেই জাতির মধ্যে নতুন শক্তি ও নতুন চেতনার সঞ্চার হবে।” সরস্বতী পুজো ও নেতাজি জয়ন্তীর এই শুভক্ষণে আসানসোলবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “বিদ্যার সাধনা ও দেশপ্রেম—এই দুইয়ের সমন্বয়েই ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত ও শক্তিশালী ভারত গড়ে তুলতে পারবে।”

দিনভর ধর্মীয় অনুষ্ঠান, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসানসোল শহরের উৎসবমুখর এক অন্যন্য রূপ ফুটে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments