eaibanglai
Homeএই বাংলায়শাশুড়ি হত্যা - গ্রেপ্তার গৃহবধূ ও তার সঙ্গী

শাশুড়ি হত্যা – গ্রেপ্তার গৃহবধূ ও তার সঙ্গী

সংবাদদাতা,আসানসোলঃ- শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূ ও তার ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। জানা যাচ্ছে বারাবনীর লালগঞ্জ এলাকায় মৌ রায় নামে জনৈক মহিলাকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃত মহিলার ছেলে মায়ের গলায় কিছু ক্ষত চিহ্ন দেখতে পায় এবং দেখেন যে মায়ের গলার গহনাটি নাই। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত ৩ রা জানুয়ারী মৃতা মৌ রায় তার ছোট পুত্রবধূ রিয়া রায়ের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় গহনা চুরির মামলা দায়ের করেছিলেন। এদিকে মৃত মৌ রায়ের ভাই খুনের মামলা দায়ের করলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় রিয়া রায়ের ঘনিষ্ঠ বন্ধু সমীর আলম ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ এলাকায় বাস করে। পুলিশের সন্দেহ হয় ওরা দু’জন মহিলার রহস্যময় মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। পুলিশ ডাল্টনগঞ্জের যুবকের সন্ধান শুরু করে এবং আসানসোলের ভগত সিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ও রিয়া রায় এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে স্বীকার করে নেয়। পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে এবং পুলিশ হেফাজতের দাবি করে আদালতে পেশ করে। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, ধৃত সমীর আলম আসানসোলের একটি হোটেলে থাকত। হোটেলের ঘর থেকে মৃত মহিলার গয়না উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments