নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান-: মঙ্গলকোটের গণপুর গ্রামের ‘কার্পেডিয়েম’ ক্লাবের সদস্য সুমন, বিবেক, রোহন, ঈশিতা প্রমুখরা কেউই পেশাদার শিল্পী নয়। ওদের অধিকাংশ এখনো বিদ্যালয়ের গণ্ডিতেই আটকে আছে। তবুও গত কয়েকবছর ধরে সরস্বতী পুজোর সময় ওদের সৌজন্যে পাক্কা পেশাদার শিল্পীদের মত অভিনব ‘থিম’ ও প্যাণ্ডেলের মধ্যে নতুনত্বের ভাবনা দেখতে পাওয়া যায়।
এবার ওদের সরস্বতী পুজোর ‘থিম’-এ ধরা পড়েছে পল্লীগ্রামের চিত্র। সরস্বতী মূর্তি পেশাদার শিল্পীর তৈরি করা হলেও ‘থিম’ ভাবনা ওদের নিজস্ব। বয়স অল্প হলেও নিজেদের হাতে তৈরি মণ্ডপ সজ্জার মধ্যেই অভিনব ভঙ্গিতে ফুটে উঠেছে পল্লীগ্রামের সেই পরিচিত চিত্র – গরুর গাড়ি, খড়ের চাল ইত্যাদি দেখলেই চোখ জুড়িয়ে যায়। যেকোনো পেশাদার দক্ষ শিল্পী এটা দেখে লজ্জা পেতে পারে। অল্প জায়গার মধ্যে তৈরি এই মণ্ডপ সজ্জা দেখতে সকাল থেকেই মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।
মণ্ডপ পরিকল্পনার অন্যতম কারিগর সুন্দর কুমার বললেন, আমরা বন্ধুরা প্রথমে থিম ও মণ্ডপ নিয়ে আলোচনা করি এবং পরে পাড়ার গুরুজনদের পরামর্শে আমরা মণ্ডপ তৈরিতে আমাদের ভাবনা বাস্তবে ফুটিয়ে তুলি। এখন দর্শনার্থীদের প্রশংসা শুনে আমাদের খুব ভাল লাগছে।


















