eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় হুগলীর শিক্ষার্থীদের সাফল্য

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় হুগলীর শিক্ষার্থীদের সাফল্য

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, হরিপাল, হুগলী -: সম্প্রতি উত্তরাখন্ডের দেরাদুনে ‘মহারাণা প্রতাপ স্পোর্টস কলেজ স্টেডিয়ামে’ আয়োজিত হয় অষ্টম আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতা। বিটিটিএ – এর সভাপতি সুমিত ঘোষের নেতৃত্বে ‘তায়কোয়ান্দো অ্যাকাডেমি অফ হরিপাল’ এর আট জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলের কোচ দেবাশীষ শর্মা এবং টিম ম্যানেজার অন্বয় দে তাদের সঙ্গে ছিলেন।

প্রতিযোগিতায় তারা চারটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক ও দুটি ব্রোঞ্জপদক লাভ করে। এদের মধ্যে তুয়া একটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক, রেয়ান একটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ পদক, তিয়াস একটি স্বর্ণপদক, স্পন্দিতা একটি স্বর্ণপদক, রণিত একটি রৌপ্যপদক, অঙ্কিতা একটি রৌপ্যপদক এবং সৃজনী একটি ব্রোঞ্জপদক অর্জন করে দেশ তথা রাজ্যের মুখ উজ্জ্বল করে। অন্বয় বাবু বললেন – যখন আন্তর্জাতিক মঞ্চে হরিপালের মতো মফঃস্বলের স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা জাতীয় পতাকা ও মেডেল নিয়ে ছবি তুলছে, তখন গর্বে বুক ভরে উঠেছে। প্রসঙ্গত, ইন্ডোর প্র্যাক্টিস সেটআপ না থাকার জন্য দীর্ঘদিন ধরে এখানকার শিক্ষার্থীরা রোদ, বৃষ্টি, ঠান্ডা সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অনুশীলন করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছে। সম্প্রতি তাদের এই সমস্যা দূর হয়েছে। অ্যাকাডেমির ফাউন্ডার ফ্যকাল্টি অনির্বান ভট্টাচার্যের আশা এবার আরও ভালভাবে তারা অনুশীলন করার সুযোগ পাবে এবং আগামীদিনে এখানকার শিক্ষার্থীদের হাত ধরে আরও সাফল্য আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments