eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল প্রথম আন্তর্জাতিক ম্যারাথন ‘রান ফর ইউনিটি’

দুর্গাপুরে অনুষ্ঠিত হল প্রথম আন্তর্জাতিক ম্যারাথন ‘রান ফর ইউনিটি’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে রবিবার শহরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক স্তরের ম্যারাথন দৌড় ‘রান ফর ইউনিটি’, যেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সের প্রায় তিন হাজার দৌড়বিদ।

এই ঐতিহাসিক ম্যারাথনে যথাক্রমে ২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ২ কিমি বিভাগ ছিল। সব বিভাগের জয়ীদের পুরস্কৃত করা হয়। মোট ৫ লক্ষ টাকার পুরস্কারের পাশাপাশি সমস্ত অংশগ্রহনকারীকে টি-শার্ট, ফিনিশার মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রসঙ্গত লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬-এর অংশ ছিল এই ম্যারাথন দৌড়। এছাড়াও ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো-খো, টেবিল টেনিস, ফুটবল এবং ক্রিকেট সহ একাধিক ইনডোর ও আউটডোর ক্রীড়া বিভাগের আয়োজন করা হয়েছিল, পুরুষ ও মহিলা দুই বিভাগের জন্যই। স্পোর্টস কার্নিভালের পরিসমাপ্তি হল আন্তর্জাতিক মানের মেগা ম্যারাথন ইভেন্টের মধ্যে দিয়ে।

উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিশিষ্টজনেরা- ভারতীয় ফুটবলার ব্যারেটো, এশিয়ান স্বর্ণপদক বিজয়ী সোমা বিশ্বাস, এশিয়ান ব্রোঞ্জ পদক বিজয়ী হিমাশ্রী রায়, মিসেস ইন্ডিয়া সাইনি সরকার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী, লালবাবা রাইসের পরিচালক পার্থ সারথি নন্দী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি শ্রী সন্দীপ দে এবং রেস ডিরেক্টর প্রশান্ত সাহা।

উদ্যোক্তারা জানিয়েছেন দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (BOA) থেকে প্রাতিষ্ঠানিক সমর্থন পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক মানের এই মেগা মেরাথন ইভেন্ট ভারতের ক্রীড়া মানচিত্রে দুর্গাপুরের নাম সংযুক্ত করল বলে মনে করছেন শহরের বিশিষ্টজন ও ক্রীড়াবীদরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments