নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রশাসনিক জটিলতা এড়িয়ে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি নজর কেড়েছে দেশের মানুষের। এবার স্কুল ছুট রুখতে অভিনব ‘দুয়ারে স্কুল’ কর্মসূচি নিয়ে নজর কাড়ল দুর্গাপুরের এক সরকারি বিদ্যালয়।
রবিবার পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া এলাকায় শুরু হয় এই কর্মসূচি। যেখানে কয়েকশো পড়ুয়াকে সঙ্গে নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা একটি শিবির করেন এবং ওই শিবির থেকে অভিভাবকদের সচেতন করেন। সরকারি স্কুলে ভর্তি হলে সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মিড-ডে মিল, বিনামূল্যের বই ও পোশাক সহ একাধিক সুযোগ-সুবিধার কথা কর্মসূচিতে তুলে ধরেন তাঁরা। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তা, রেললাইন ও জাতীয় সড়ক পারাপারে সতর্কতা, নির্দিষ্ট বয়সের আগে বিয়ে না দেওয়া, ইত্যাদি বিষয় নিয়ে অভিভাবকদের সচেতন করা হয়। পাশাপাশি এই মোবাইল ও ইন্টারনেটের যুগে পড়ুয়ারা যাতে কোনরকম খারাপ কাজে লিপ্ত না হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা বার্তা দেওয়া হয়।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কলিমুল হক জানান, আর্থিক অনটন ও ভুল ধারণার কারণে অনেক পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। সেই ভুল ভাঙতেই এই অভিনব উদ্যোগ।
অন্যদিকে স্থানীয় অভিভাবকেরা জানান খেটে খাওয়া মানুষের পক্ষে স্কুলে গিয়ে বিভিন্ন সমস্যার কথা জানানো সম্ভব হয়না। এক্ষেত্রে শিক্ষকরা দুয়ারে পৌঁছে যাওয়ায় তাদের কাছে নানা সমস্যার কথা সহজেই তুলে ধরা সম্ভব হল এবং সমস্যা সমাধানেরও আশ্বাস পাওয়া গেল।
এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন ছোটদের পড়াশুনার প্রয়োজনীয়তার কথা সমাজের একশ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে তেমনি দারিদ্রতাকে সঙ্গী করে বেঁচে থাকা শ্রমজীবী মানুষজনও তাদের সন্তানদের শিক্ষা নিয়ে কি সমস্যায় যুঝছেন তা জানা যাবে ও সমাধানের চেষ্টা করা যাবে। এতে দুপক্ষই উপকৃত হবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।


















